ভালবাসা
ভালবাসা শীতকালের শিশির ভেজা ঘাস নয়,
রৌদ্র উঠলেই শুকে যাবে।
ভালবাসা বাংলার ছয় ঋতু নয়,
একের পর রূপ পাল্টাবে।
ভালবাসা শিশুর পুতুল খেলা নয়,
ইচ্ছা করলেই খেলাই মেতে উঠবে।
ভালবাসা বলপেন নয়,
কালি শেষ হলেই ছুড়ে ফেলবো আবর্জনা ভেবে।
ভালবাসা হলো, দুটি হৃদয়ের কালি দিয়ে লেখা হৃদয়ের
মহাকাব্য